অদ্য ২২/০১/২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম’র নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব নরেশ চন্দ্র বিশ্বাস ও পরিদর্শক (প্রসিকিউটর) জনাব মো: নাইম হোসেন এর উপস্থিতিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিভাগ ও আনসার ব্যাটালিয়ন এর সহযোগিতায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত পরিচালিত ভ্রাম্যমান আদালতের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বর্ণিত আইন লঙ্ঘনের দায়ে ০৮ (আট) টি ইটভাটার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক ১৯,০০,০০০/- (উনিশ লক্ষ) টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয় এবং ট্রাক্টর ও স্কেভেটর দিয়ে কাঁচা ইট ভেঙ্গে দেওয়া হয়। পরবর্তীতে আদায়কৃত জরিমানা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দেওয়া হয়। পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রনে পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস