অদ্য ১ জুন, ২০২৫ তারিখ পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প' এর আওতায় পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সামিউল আযম এর নের্তৃত্বে এবং চুয়াডাঙ্গা পুলিশ বিভাগের সহযোগিতায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ঘোড়া মারা ব্রিজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন এ দপ্তরের পরিদর্শক (প্রসিকিউটর) জনাব মোঃ নাইম হাসান ও অন্যান্য কর্মচারীবৃন্দ। উক্ত ভ্রাম্যমান আদালতে ০৩ টি যানবাহনকে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের মাধ্যমে শব্দ দূষণের দায়ে সর্বমোট ২০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ০৭ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনাকালীন শব্দদূষণ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা কর্তৃক এ অভিযান অব্যহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস