অদ্য ৮/০৯/২০২৫ খ্রিঃ তারিখ রোজ সোমবার বেলা ৫:০০ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব আলাউদ্দিন আল আজাদ এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: নাইম হোসেন এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশ এর সমন্বয়ে গঠিত একটি টীম কর্তৃক শব্দদূষণ রোধে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ঘোড়ামারা ব্রিজে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর ৮(১) অমান্য করে গাড়ীতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ০৩টি গাড়ীর চালককে ৩০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়াও ০৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: নাইম হোসেন প্রসিকিউশন প্রদান করেন। শব্দদূষণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস