পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন চুয়াডাঙ্গা এর সার্বিক সহযোগীতায় সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবদুর রহমান ও সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: সাইফুল ইসলাম সাইফ (এনডিসি) এর নেতৃত্বে অদ্য ১৭/০২/২০২৫ খ্রি. তারিখে "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প" এর আওতায় পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর ৮(১) ধারা লংঘণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। যানবাহনে শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ১১ (এগারো) টি ট্রাক ড্রাইভারকে মোট ১,০০০০/-(দশ হাজার ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও ২১ (একুশ) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব নরেশ চন্দ্র বিশ্বাস ও পরিদর্শক জনাব মোঃ নাইম হোসেন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং হিসাবরক্ষক জনাব লক্ষীকান্ত কুমার বিশ্বাস ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দদূষণের ক্ষতিকর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। জেলা পুলিশ চুয়াডাঙ্গা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক পরিবেশ দূষণকারী/আইন লংঘণকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস